হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি, ১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা পালিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের নৌকাটি ভাসানচরের ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছালে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে। নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাঁরা হচ্ছে, সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তাঁরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকত।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড