হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে রিসোর্ট থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক রিসোর্ট থেকে পেছনে হাত মোড়ানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলাতলী এলাকায় নির্জন রিসোর্ট থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। 

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম রিসোর্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার ভোরে রিসোর্টের কক্ষ ভাড়া নেন তারা। কিন্তু ওই নারী ও কথিত স্বামীর নাম এবং ঠিকানা নিবন্ধন খাতায় নথিভুক্ত করেনি হোটেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১২টায় ৬ নম্বর কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ২৫-২৬ বছর। 

এসআই আতিকুল ইসলাম জানান, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরাও নেই। নারীর দু’হাত পেছনে ওড়না দিয়ে মুড়িয়ে রেখে হোটেল কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। হোটেল কক্ষটির দরজা বাইরে থেকে খোলা অবস্থায় পাওয়া যায়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ জানা যাবে। 

রিসোর্টের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘বৃহস্পতিবার ভোরে দম্পতি পরিচয়ে তাঁরা রিসোর্টের ৬ নং কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় হোটেলের নিবন্ধন খাতায় তাঁদের নাম ও পরিচয় নথিভুক্ত করা সম্ভব হয়নি।’ 

আব্দুল আলীম আরও বলেন, ‘আমি ভোরে ফজরের নামাজ পড়ে এসে দেখি তাঁদের কক্ষের দরজা বাইরে থেকে তালা খোলা। পরে দরজা খুলে নারীকে হাত মোড়ানো অবস্থায় খাটে শোয়া দেখে থানা-পুলিশকে অবহিত করি।’ 

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে, কেন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল