হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগঞ্জে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক স্থান থেকে সুরুজ মোল্লা (৫৫) ও জসিম উদ্দিন (৫০) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার আশারকোটা গ্রামের পশ্চিম মোল্লা বাড়ির সুরুজ মোল্লা এবং রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার সোনাপুর গ্রামের জসিম উদ্দিনের ভাসমান লাশ রতনপুরের ওয়াপদা খাল থেকে উদ্ধার করা হয়।

সুরুজ মিয়ার মৃত্যুর ঘটনায় শাহ আলম মোল্লা (৬০) নামের স্থানীয় সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

সুরুজ মোল্লার স্ত্রী রূপালী বেগম বলেন, ‘গতকাল সোমবার বেলা ৩টার দিকে একই বাড়িতে জমি নিয়ে আমার স্বামী সুরুজ মোল্লা, সাবেক মেম্বার শাহ আলম মোল্লা, আবদুল হাকিম, মোহাম্মদ আলী, সৈয়দ আহমদসহ ১০-১২ জনের মধ্যে তর্কবিতর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই আশারকোটা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম মোল্লাকে আটক করে রামগঞ্জ থানা-পুলিশ।’

এদিকে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার রতনপুর দি মর্নিং সান স্কুলসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় জসিম উদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। জসিম উদ্দিন রামগঞ্জ টিচার্স মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ছিলেন।

জসিম উদ্দিনের স্ত্রী জাহানারা আক্তার মুক্তা বলেন, ‘গতকাল সোমবার সকাল ৯টার দিকে তাঁর স্বামী জসিম উদ্দিন ঘর থেকে বের হন। সন্ধ্যা ৬টায় সর্বশেষ তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত ১১টার দিকে আমাদের নির্মাণাধীন ভবনের পূর্বপাশের ওয়াপদা খালপাড় এলাকার লোকজন তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে আমাকে ফোনে জানান।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সুরুজ মোল্লা মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। জসিম উদ্দিন ও সুরুজ মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরুজ মোল্লার স্ত্রীর এজাহারের ভিত্তিতে শাহ আলম নামের একজনকে আটক করা হয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড