হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

একই সময়ে বাবা–মায়ের দাফন চিকিৎসক সন্তানের

প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামীর পরে মারা গেলেন স্ত্রী। একমাত্র ছেলে ও মেয়ে নজিরবিহীন এই শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন। একই সঙ্গে বাবা ও মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের মাতম চলছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার রতনপুর ইউনিয়নের বিটিভিশারা গ্রামে। 

আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁদের দাফন করা হয়। 

মৃত বাবা–মায়ের একমাত্র ছেলে ডা. মো. জাবেদ আহমেদ মিঠু। তিনি কিশোরগঞ্জ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। একমাত্র মেয়ে সুমী সুলতানা। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিতে কর্মরত। 

তাঁদের বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়া (৭০) ও মা মিসেস হাফেজা খাতুন (৬১)। 

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান তাঁদের বাবা। এ দিকে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ মা। মাকে রেখে বাবাকে কবরস্ত করতে পারেননি তাঁরা। তাই বাবার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। বাবার মৃত্যুর কথা শুনে অসুস্থ মাও মরে যাবেন এই ভয়ে তাঁকে জানানোও হয়নি মৃত্যুর কথা। কিন্তু পরের দিন রাতে একই হাসপাতালে তাঁদের মাও মারা যান। 

এর আগে করোনা আক্রান্ত হাওয়ায় বাবা-মাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তাঁরা। তাঁর বাবা ও মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল