হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটির শ্রমিক লীগ নেতার লাশ চট্টগ্রামে উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান থেকে রাঙামাটির এক শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৩৫), তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়া ইউনিয়নের নতুন বস্তি এলাকার কবির আহমেদের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের কাউখালী বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতবুনিয়া থেকে তাঁকে রাউজান এনে পিটুনি দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন নিহতের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিলে স্ত্রী–স্বজনেরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মান্নান বালি ও কংক্রিটের ব্যবসা করতেন। এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। মৃত্যুর অন্তত ১৩ ঘণ্টা আগে আবদুল মান্নান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভুলা যাবে না। কারণ, ক্ষত শুকিয়ে গেলেও দাগ কিন্তু মুছে যায় না।’

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পায়নি।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের