হোম > সারা দেশ > চট্টগ্রাম

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন কক্সবাজারের গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া সন্তানদের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়েসন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তাঁর ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্ম নিয়েছে। মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে।

মরিয়ম বেগম কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর হিলভিউ এলাকায় বসবাস করেন তাঁরা।

এর আগে মরিয়ম বেগম চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। কয়েক বছর পর পুনরায় গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ ছয় নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।

পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। অপর এক নবজাতকের ওজন ঠিক আছে। ছয় শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে ছয় নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে।

আরেক চিকিৎসক আমজাদ হোসাইন বলেন, ছয় সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। মা-শিশু সবাই সুস্থ আছে। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত