হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাবেক তিন মন্ত্রীসহ ২৬৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাছান মাহমুদ, মহিবুল হাসান, সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে। এতে সাবেক আওয়ামী লীগ সরকারের তিন মন্ত্রীসহ ২৬৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নগরীর সদরঘাট থানায় মামলাটি দায়ের করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা হলেও থাকেন নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়ায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন–সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, ফজলে করিম চৌধুরী, আব্দুস ছালাম, মুজিবুর রহমান, মহিউদ্দিন বাচ্চু, আবু রেজা নদভী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী ও তাহসিন বাহার সূচনা প্রমুখ।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। এই সময় আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি-গলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সড়কের ওপর থাকা বাস, আটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট