হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির আরও ৪ শিক্ষার্থী বহিষ্কার, এক শিক্ষককে সতর্ক

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তিন অভিযোগ মীমাংসা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একটি অভিযোগে চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অপর পৃথক দুটি অভিযোগে একজন অধ্যাপক ও একজন ছাত্রকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা এবং শিক্ষার্থীদের চার দফা দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 ১ বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন আহাম্মেদ এবং আর এইচ রাজু। 

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার বলেন, ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে থাকা ৩টি অভিযোগের সুরাহা করা হয়েছে। এর মধ্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রী হেনস্তার অভিযোগে ঘটনায় চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক এ টি এম রফিকুল হককে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে একাডেমিক কনডাকশনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক হওয়ার পরামর্শ, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের একজন ছাত্রীকে রসায়ন বিভাগের একজন ছাত্রের দ্বারা হেনস্তা করা সংক্রান্ত অভিযোগে ছাত্রকে কঠোরভাবে লিখিত সতর্ক করা, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে এরূপ অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হবেন মর্মে তাঁকে লিখিত জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ 

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে সম্প্রতি এক শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ তুলে ধরা হয়। 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু