হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ১১ বছর পর যুবদলের আবারও আহ্বায়ক কমিটি গঠন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। প্রায় এক যুগ পরে নতুন কমিটিতে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। আবার কিছু নেতাকর্মী পদ-পদবি না পেয়ে সমালোচনার ঝড় তুলছেন। 

সোমবার রাতে নতুন কমিটির খবরে পৌর শহরে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। নবীনগর উপজেলা যুবদলের ঘোষিত কমিটি নবীনগর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল বারীকে আহ্বায়ক করে নবীনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান দুলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসারকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়।

একই দিনে ভিন্ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ আলী আযমকে আহ্বায়ক, মো. গোলাম মাওলা ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইমাম হোসেন অনিককে সদস্যসচিব করে পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। 

দীর্ঘ এক যুগ পর উপজেলা যুবদলের কমিটি পাওয়ায় আনন্দিত তৃণমূল যুবদলের নেতাকর্মীরা। ২০১১ সালে তিন মাস মেয়াদি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছিল নবীনগর উপজেলা যুবদল। মেয়াদোত্তীর্ণ হয়ে এই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দীর্ঘ ১১ বছর উপজেলা যুবদলের দায়িত্ব পালন করে। 

নবীনগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস। 

এদিকে উপজেলা বিএনপিকে চাঙা করতে দীর্ঘদিন পর গত সপ্তাহে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। অ্যাডভোকেট এম এ মান্নানকে আহ্বায়ক, মো. নাজমুল করিমকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল