হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৭২ হাজার ৬১৯ টাকা! 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

একটি কক্ষে ব্যবহার করা হয় ১টি এলইডি বাল্ব, ১টি ফ্যান ও দেড় হর্স ক্ষমতার পানির পাম্প। এই পাম্পের পানি ব্যবহার করেন বাড়ির আশপাশেরসহ মাত্র ১৪ জন লোক। আর এতেই পল্লী বিদ্যুৎ মাস শেষে বিল দিয়েছে ৭২ হাজার ৬১৯ টাকা! বিলের কপি হাতেই পেয়েই বাড়ির মালিক হতবাক হয়ে যান। 

ভুক্তভোগী গ্রাহক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচুরা এলাকার টানেল সংযোগ সড়কের কুহিনুর প্লাজা নামে একটি নির্মাণাধীন ভবনের মালিক মো. মোস্তাফিজুর রহমান। 

পূর্বের বিলের কপিতে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল আসে ২ হাজার ১ টাকা, মার্চে ১ হাজার ২৭ টাকা, এপ্রিল মাসে ২ হাজার ৭৩৭ টাকা। আর চলতি মে মাসে এক লাফে বিল এসেছে ৭২ হাজার ৬১৯ টাকা। যা ধারাবাহিকতার চেয়েও বহুগুণ বেশি। হঠাৎ করে বাড়তি বিল নিয়ে বিপাকে পড়েন গ্রাহক মোস্তাফিজুর। 

ভবনটির দেখাশোনার দায়িত্বে থাকা নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে বিলের কপিটি পেয়ে আমি অবাক হয়ে পড়ি। মিটার না দেখেই বিল লিখে দিয়েছে তারা। কিছু বললে গ্রাহকের সঙ্গে তারা দুর্ব্যবহার করে। আবার বিল পরিশোধ না করলে লাইন কাটতে আসে। জরিমানা হবে বলেও ভয় দেখায়।’ 

আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘হয়তো মিটার রিডাররা বিল লেখার সময় ভুল করেছে। গ্রাহক অফিসে আসলে ঠিক করে দেওয়া হবে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক