হোম > সারা দেশ > ফেনী

নিখোঁজের রহস্য উদ্ঘাটন না হলেও ৯ বছর পর সব আসামি খালাস

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক জয়নাল আবেদীনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের অভিযোগের মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ সময় ওই ৬ আসামির মধ্যে দুলাল, দেলোয়ার হোসেন লিটন, সিরাজুল ইসলাম মাস্টারসহ ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পাতাইল্লা বেড়িবাঁধে চা দোকান থেকে নিখোঁজ হন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীন। ১২ জানুয়ারি বড় ফেনী নদীর তীরে জয়নালের পরনে থাকা জ্যাকেট পাওয়া যায়। তিনি ওই এলাকার কাশেম আলী সারেং বাড়ির মুক্তিযোদ্ধা ছেরাজুল হকে ছেলে। এ ঘটনায় ওই বছরের ১৮ জানুয়ারি ছেরাজুল হক ৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন ৬ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ বলেন, এই রায়ে নজির স্থাপন হয়েছে। 

আসামিপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আমাদের আদালতের প্রতি আস্থা রয়েছে। বিচারক মামলা পর্যবেক্ষণ করে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা রায় পেয়ে সন্তুষ্ট।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি