হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু, গুরুতর আহত আরও ১ জন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার পৌরসভার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাওলানা সৈয়্যদুল হক (৪৭) বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুঁইছড়ি গ্রামের মাওলা পাড়ার নওশা মিয়ার ছেলে ও রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলীখীল বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম। 

অপর আহত হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) তিনি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে ও আইলীখীল দাওয়াত খোলা বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদের পেশ ইমাম। 

প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে ছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি সিএনজি অটোরিকশা উল্টে খাদে, চালকসহ যাত্রীরা বের হলে তাদের হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলের দুই আরোহী অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে ছিলেন। একজন নড়ে উঠলে তাকে হাসপাতালে পাঠাই। আরেকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।’ 

বার আউলিয়া আস্তানা শরিফ জামে মসজিদ কমিটির সম্পাদক মো ইউনুস মিয়া বলেন, ‘গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় এক ইমাম মারা গেছেন।’ 

রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। একজনকে মৃত অবস্থায় পেয়েছি, আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’ 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে, অপরজনও আশঙ্কাজনক।’

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের