হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জ নৌবন্দরে শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শ্রমিকদের মারধরের প্রতিবাদে ডাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাকের আশ্বাসে নৌযান শ্রমিকেরা এই ধর্মঘট স্থগিত করেন। এদিকে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের কার্গো জাহাজ মালিক ও শ্রমিকদের মধ্যে একটি বৈঠক হবে। 

ইউএনও নৌবন্দরে নৌযান শ্রমিকদের সঙ্গে আলাপ করার সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ, নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার প্রমুখ।  

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের আশ্বাসে শ্রমিকেরা আপাতত কর্মবিরতি স্থগিত করেছে। বিষয়টি নিয়ে আগামীকাল উপজেলা পরিষদে মালিক ও শ্রমিকদের বৈঠক হবে। 

আশুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে আপাতত ধর্মঘট স্থগিত করেন। আগামীকাল মঙ্গলবার আশুগঞ্জ উপজেলা পরিষদের কার্গো জাহাজ মালিক ও শ্রমিকদের সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকে আইন ভঙ্গকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে। 

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কার্গো জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নেতারা আসেন আশুগঞ্জ ও ভৈরব নৌবন্দরে। এ সময় মালিকপক্ষের লোকজন তীরে নোঙর করে থাকা বেশ কয়েকটি জাহাজের শ্রমিকদের মারধর করেন বলে দাবি করেন শ্রমিকেরা। মারধরের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছিলেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি