কুমিল্লা জেলা ও মহানগর ডিম ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় নগরীর ফাইন্ড টাওয়ারে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মেদ, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান, আনন্দ সিটি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী, কুমিল্লা দোকান মালিক সমিতির সদস্য এনামুল হক চৌধুরী ও শাহাদাত খান সুমন।
সভা শেষে মো. জাহাঙ্গীর আলম সওদাগরকে সভাপতি এবং মো. বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়।