হোম > সারা দেশ > চট্টগ্রাম

আসামি পলায়ন: চট্টগ্রামে ৫ পুলিশের ‘অবহেলার’ প্রমাণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এতে পাঁচজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, তাঁদের নাম প্রকাশ করেনি তিনি। 

 ৫ জানুয়ারি গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চুকে (৬০) চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এ ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া ৬ জানুয়ারি জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এর পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু