হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চার দিন পর অটোরিকশাচালক শিশু মো. ইমনের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়নের আন্দিদিল গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের নির্মাণাধীন একটি খামারের পূর্ব পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। গত রোববার সে নিখোঁজ হয়। ইমন আশুগঞ্জের তালশহর (পশ্চিম) ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির মো. নাসির মিয়ার ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আজ সকালে স্থানীয় লোকজন আন্দিদিল গ্রামের মহিবুল্লাহর নির্মাণাধীন খামারের পাশের ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে সেটি ইমনের লাশ বলে শনাক্ত করেন। 

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমন সংসারের হাল ধরতে বছরখানেক আগে ভাড়ায় ব্যাটারিচালিত অটো (বিভাটেক) চালানো শুরু করে। গত রোববার বিকেলে বিভাটেক নিয়ে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় বাবা নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার