হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে সার্ভিস চার্জ

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি 

রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়। 

 
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে। 
 
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়। 

এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়। 
 
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে