হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে সার্ভিস চার্জ

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি 

রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়। 

 
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে। 
 
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়। 

এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়। 
 
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। 

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই