হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান থেকে ৯ মাস বয়সী শিশু চুরি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বড় মেয়েকে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টের জন্য সাজাতে গেলে এক গৃহবধূর ৯ মাস বয়সী শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ বলেন, তাঁর প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) ‘যেমন খুশি তেমন সাজ’র জন্য প্রস্তুত করছিলেন তার মা মরিয়ম বেগম। এ সময় তিনি তাঁর ৯ মাসের বাচ্চাকে আরেক নারীর কোলে দেন।

বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, শিশুর মা প্রথমে যাঁর কোলে দিয়েছিলেন তাঁর কাছ থেকে বোরকা পরা নারী শিশুটিকে কোলে তুলে নেন। এ সময় দর্শনার্থীদের ভিড়ের সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে সটকে পড়েন।

অপহৃত শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘এক মানিককে সাজাতে গিয়ে আরেক মানিককে হারিয়েছি। আমি আমার কোলের মানিককে ফিরে পেতে চাই।’

লক্ষ্মীপুরের কমলনগরের একটি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে সাজতে গিয়ে শিশুকন্যা মালিহা ইসলাম ওহি (৯ মাস) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী কিন্ডারগার্টেন অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পডুয়া সাদিয়া ইসলাম মিহিকে (৭) সাজানোর সময় শিশু চুরির ঘটনাটি ঘটে।

চুরি যাওয়া শিশুটি কমলনগরের সীমান্তবর্তী তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও