হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর মাইজদীতে বিদ্যুতের তারে জড়িয়ে হাত হারানো মাহমুদুন নূর মাহমুদকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁর বাবা আনোয়ারুল করিমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

বিদ্যুৎসচিব, নোয়াখালীর পৌর চেয়ারম্যান, পিডিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

একই সঙ্গে ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত, যাতে পিডিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নোয়াখালীর ডিসি ও ফায়ার সার্ভিসের ডিজিকে রাখা হয়েছে। কমিটিকে ঘটনা তদন্ত করে আগামী ২৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। 

সাকিব মাহবুব আজকের পত্রিকাকে জানান, গত ৮ মার্চ মাইজদীর জামে মসজিদ মোড়সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজে বিদ্যুতের তারে জড়িয়ে হাত পুড়ে যায় মাহমুদুন নূরের। পরে তাঁর বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। মাহমুদুন নূর এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলেও জানান তিনি।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল