হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে ১২ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।

গ্রেপ্তার তরুণেরা হলেন শহরের টেকপাড়ার তানভীর হোসেন, পাহাড়তলী ইসলামপুরের মো. ইসমাইল, কালুরদোকান ইসুলের ঘোনা এলাকার ইমরান সরোয়ার ইমন, টেকপাড়ার বর্মিজ মার্কেটের মো. ইরফান ফারদিন, মহেশখালীর কুতুবজুমের খন্দকারপাড়ার সিহাব উদ্দিন খোকন, শহরের সমিতিপাড়ার মো. সোহেল, বৌদ্ধমন্দির এলাকার সুমন কান্তি দাশ, নতুন বাহারছড়ার মো. হান্নান, পিটি স্কুল সমিতি বাজার এলাকার সাইফুল ইসলাম, পিটি স্কুল রুমালিয়ারছড়ার মো. শাহীন, বাহারছড়ার হাসান মাহমুদ সাগর ও টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না।

পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের জেলগেট এলাকায় কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামায়। অটোরিকশার নারী যাত্রীকে হত্যার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকার হীরার আংটি, একটি ৩০ হাজার টাকার মোবাইল ফোন। খবর পেয়ে সদর থানার পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা হয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড