হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রী সানজিদা আক্তার (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সানজিদা সড়ক দুর্ঘটনায় আহত হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জহির। 

নিহত শিক্ষার্থী বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরীপাড়া এলাকার সরোয়ার উদ্দিন বাবুলের মেয়ে। সে সিসিসি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। 

ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয় থেকে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল সানজিদা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমুখী ট্রাকের নিচে সে চাপা পড়ে। 

ইউপি সদস্য আরও বলেন, গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। 

কুমিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে জানান, বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনেরা আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ