হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর পদযাত্রায় সংঘর্ষে জড়াল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চকবাজারে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি চলাকালে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে ঘটনাটি ঘটে।

চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আজ একটি অনুষ্ঠান ছিল। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন ও সমাবেশ হওয়ার কথা। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তাঁরা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। বাইরে যাঁরা ছিলেন তাঁরাও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। একটি পর্যায়ে গাড়ি ভাড়া ও গাড়িতে ওঠা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে এসে দুই পক্ষকে নিবারণ করি। মহসিন কলেজের শিক্ষার্থীদের তাঁদের ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

মো. সরোয়ার বলেন, হতাহতের কোনো ঘটনা নেই। যেহেতু হাতাহাতি হয়েছে সেখানে কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।

তবে মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগ ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা শেষে কলেজের সামনে সমাবেশ কর্মসূচি পালন করি। আমাদের পদযাত্রা কলেজ থেকে শুরু করে চকবাজার হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় গণি বেকারি এলাকা থেকে কিছু বহিরাগত আমাদের ওপর লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের ৮-৯ জন শিক্ষার্থী আহত হন। তাঁদের চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

মায়মুন উদ্দিন বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত বহিরাগতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া খেয়ে মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে। যারা ধাওয়া খেয়েছিল তাঁদের হাতেও লাঠিসোঁটা ছিল। ঘটনার পর তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চকবাজার থানা ছাত্রলীগ ও মহসিন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের