হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে প্রাইভেট কারের ধাক্কায় মো. আরিফ পাটোয়ারী (৮) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার পূর্ব কাজীরগাঁও বাটার গোডাউনের সামনে এ দুর্ঘটনায় ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আরিফ হাজীগঞ্জ উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও গ্রামের নুরনবীর ছেলে। সে কাজীরগাঁও দারুল কারিম মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলার বল কুড়াতে গিয়ে রাস্তা পারাপারের সময় হাজীগঞ্জ থেকে কচুয়াগামী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আঘাত পায় আরিফ পাটোয়ারী। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

নিহত আরিফের চাচা নুরে আলম বলেন, গত পাঁচ মাস আগে দুই ভাইকে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজীরগাঁও এলাকার দারুল কারিম মাদ্রাসায় ভর্তি করানো হয়। কিন্তু এভাবে না ফেরার দেশে চলে যাবে তা ভাবতে পারিনি। 

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড