নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানাধীন শুঁটকিপট্টি এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা খালে মরদেহটি দেখতে পেয়েছিল। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, যুবকের পরিচয় ও মৃতের কারণ এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।