হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রের মুখে সিদ্ধিরগঞ্জে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগে আটক ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সেনাবাহিনীর হাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকা থেকে আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশে আসা গরু জোর করে অন্য হাটে নামানোর অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার (২ মে) রাত ১১টায় বন্দর থানার চৌরাপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।  

নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিব অভিযানে নেতৃত্ব দিয়েছেন। বিষয়টি সিদ্ধিরগঞ্জ সেনা ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।  

আটককৃতরা হলেন—(নাসিক) ২৪ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ আপন (২৫), একই ওয়ার্ডের রুহুল আমিন (২৭) ও মো. জহিরুল ইসলাম।

সেনা সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদীপথে গরুবোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি বন্দর অংশের কাছে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এটির গতি রোধ করে। একপর্যায়ে ব্যাপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরু বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের