হোম > সারা দেশ > কুমিল্লা

সংসদ নির্বাচনে ম্যাকানিজম হয়েছে: কুমিল্লায় আ. লীগ নেতার বক্তব্য ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ম্যাকানিজম হয়েছে’ উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের দেওয়া বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ভোটে আমরা হারিনি, ম্যাকানিজম করে হারানো হইছে, যেকোনো কারণে আমরা রেজাল্ট নিতে পারেনি। ৮২ হাজার ভোট কি কম? এগুলোর অনেক ইতিহাস, এগুলো আপনারা বুঝবেন না, আপনাদের ভাইঙ্গা বুঝাইতে অইব।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যাদেরকে আমি নেতা বানাইছি, তারা আমারে এখন ...(আঞ্চলিক গালি) দিয়াও গোনে না! আমাদের দলে অনেক মীর জাফর আছে, এগুলো যুগ যুগ ছিল থাকবে, তারা যদি ভালো হয়ে যায়, আমরাও ভালো হয়ে যাব। আর হজ করার পর যদি দেখি ভালো না হইছে, তাহলে মাঠে নাইম্যা পড়ব।’

সাড়ে চার মিনিটের ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এসব বক্তব্য দেন।

গতকাল শনিবার বিকেলে রোশন আলী মাস্টার ওমরা পালনের উদ্দেশে মক্কায় গমন উপলক্ষে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাসভবনে আয়োজিত ইফতার মাহফিলে এই বক্তব্য দেন। ওই সময় সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন।

নেতার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা–কর্মীরা। প্রতিক্রিয়ায় তাঁরা বলেছেন, যেখানে প্রধানমন্ত্রী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করে সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেখানে তাঁর ওই বক্তব্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ওই বক্তব্যে বর্তমান সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন— এটা তিনি প্রমাণ করতে চেয়েছেন। তাঁরা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তাঁকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর বলেন, ‘তাঁর লাগামহীন এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ হাস্যরসে পরিণত হচ্ছে। তাঁকে কেউ থামাতেই পারছে না। এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী ও তাঁর নেতা–কর্মীদের গালিগালাজ করে বক্তব্য রেখে বিতর্কিত হোন, যা সবাই দেখেছেন ও শুনেছেন। এর আগে বিএনপির এক নেতার সঙ্গে তাঁর ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে তাঁকে বলতে শোনা গেছে, আওয়ামী লীগ ও নৌকা যারা করে তারা সব রাজাকারের বাচ্চা! তাঁর কর্মকাণ্ডে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও বিব্রত। আসলে তিনি মাইক হাতে পেলে কী বক্তব্য দেবেন, হিতাহিত জ্ঞান হারাই ফেলেন!’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারকে একাধিকবার ফোন কল করা হলেও তিনি রিসিভ করেননি।

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক