হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে পশুর হাটে বিদ্যুতে ঝলসে গেল কিশোরের শরীর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে মোহাম্মদ রিয়াদ (১৪) নামের এক কিশোরের শরীর ঝলসে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদ বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, আজ বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর হাট দেখতে যায় রিয়াদ। হাটের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে এ ঘটনা ঘটে। এ সময় হাটে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অননুমোদিতভাবে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিনীরহাট পশুর হাটের টাকা আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে।

এ বিষয়ে হাটের আয়োজক ও বড় উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে একজন আহতের ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘পশুর হাটে বিদ্যুতের তারে স্পর্শ লেগে আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কথা শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল