কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার তিন যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দেবিদ্বারের সংচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. নাজমুল হাসান (২৭), মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯) ও একই গ্রামের মুরশিদ মিয়ার ছেলে মো. জিলানী (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।
পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ ছাড়া, ট্রাক ও অটোরিকশা ফাঁড়িতে আনা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছি।