চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেনের নিচে পড়ে এবার গুরুতর আহত হয়েছেন অজ্ঞাত এক যুবক (২৫)। এতে তাঁর দুই পা কাটা পড়ে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট সংলগ্ন রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরহাটগামী ট্রেন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট সংলগ্ন রেলক্রসিংয়ে থামার একটু আগে ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। পরবর্তীতে তাঁর দুই পা কেটে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিংয়ের ১০০ গজ দক্ষিণে নাজিরহাটগামী ট্রেনে এক যুবকের পা কাটা পড়ে। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট তাঁকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। তাঁর বয়স আনুমানিক ২৫। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।