হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জিয়ারকান্দি গ্রামের সরকার বাড়িতে ওই যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম মাহাবুব (২৫)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহাবুব জিয়ারকান্দির নওয়াগা পাড়ার শাহ আলম মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে জিয়ারকান্দি গ্রামের জাকারিয়া মেম্বারের ছোট ভাই আজারুলসহ কয়েকজন মিলে চুরির অভিযোগে ওই যুবককে মারধর করে। মুমূর্ষু অবস্থায় ওই মাহাবুবকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে মারধরকারীরা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল আনুমানিক ৪টায় আহত যুবক মাহাবুব মারা যায়। 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোর আনুমানিক ৫টার দিকে চারজন যুবক আহত মাহাবুবকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।’ 

মাহাবুব চুরির সঙ্গে জড়িত ছিল উল্লেখ করে নিহতের চাচাতো ভাই মোস্তফা বলেন, ‘মাহাবুব পেশাদার চোর ঠিক আছে, কিন্তু এভাবে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি।’ 
 
জিয়ারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল মোল্লা বলেন, ‘মাহাবুব একজন পেশাদার চোর। তবে আইন নিজের তুলে নেওয়া ঠিক হয়নি।’ 
 
তিতাস থানার উপপরিদর্শক (এস আই) মধুসুধন বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি থানায় নিয়ে এসেছি। মামলার প্রস্তুতি চলছে।’

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামের আনোয়ারা: ২ কিমি খাল খননে কাটা হচ্ছে ২ হাজার গাছ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন মার্কিন রাষ্ট্রদূতের