হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ছুরিকাঘাতে আহত আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোসনে আরা বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকার এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

গত ১ জুলাই রাতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির বাড়িতে ঢুকে হোসনে আরা বেগমের ওপর হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা হোসনে আরা বেগমের দুই কান ছিঁড়ে শরীর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং বিছানার নিচে রাখা সাড়ে ৩ লাখ টাকা লুট করে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে মাইন উদ্দিন কবিরহাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ওসি শাহীন মিয়া বলেন, এটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত