হোম > সারা দেশ > চট্টগ্রাম

জব্বারের বলীখেলায় আগামী বছর থেকে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়: উপদেষ্টা ফারুকী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফাইল ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী বছর থেকে চট্টগ্রামে জব্বারের বলীখেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে। বলীখেলার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা তো থাকবেনই, তাঁদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ও যুক্ত হবে।

আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় এখানে কয়েকটা ফরমে কাজ করবে, যেমন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল গুরুত্ব আরও কীভাবে বাড়ানো যায়সহ ইত্যাদি। আমরা এটা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব।’

চট্টগ্রামে জব্বারের বলীখেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কালচারাল হেরিটেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশের সংস্কৃতি একক কোনো গোষ্ঠীর হাতে না থেকে যেন সবার সংস্কৃতি হয়ে ওঠে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্যে কিছু কিছু কাজ শুরু করেছি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘উৎসব শুধু উৎসব, তা নয়। আমরা যাতে আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে লিংকআপ করতে পারি। এই ধরনের উৎসবের একটি তালিকা করার কাজ আপাতত শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে। এই তালিকা তৈরির পর আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে। আমরা এটা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করব।’

উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান। তিনি বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়।

এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার এবং জাদুঘরের বিষয়ে সুন্দর করে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি।

এর আগে তিনি সার্কিট হাউসের পাশেই অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংস্কৃতি ব্যক্তিরা।

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা