হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে যুবলীগ নেতার আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মকসুদ হোসেন বিপ্লবের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। এ সময় মকসুদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তাঁর স্বজনেরা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘বিপ্লবের মৃত্যুর পর আমি ঘটনাস্থলে গিয়ে লাশের যে অবস্থা দেখেছি, তাতে এটা কোনোভাবেই আত্মহত্যা বলে মনে হয়নি। বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব বিপ্লবের মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।’

বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘রফিক, নাজিম, মর্তুজাসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার এত দিন পেরোলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি কেন? দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’

বিপ্লবের বোন নিপু আক্তার বলেন, ‘রফিক, নাজিম ও মর্তুজা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমার ভাই বারবার ফেসবুক লাইভে এসে তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন, নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বেঁচে থাকার আকুতি নিয়েই মরতে হলো আমার ভাইকে।’

 ৮ মার্চ বিপ্লবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্ত শেষে পরদিন তাঁর লাশ দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় ইউপির চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক এবং তাঁর সহযোগী আলী মর্তুজা, নাজিম ও করিমের নামসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে ৯ মার্চ সোনাগাজী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন বিপ্লবের স্ত্রী।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল