হোম > সারা দেশ > চট্টগ্রাম

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় উল্টে যাওয়া পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)। আহত হয়েছেন তার বাবা জামাল উদ্দিন, মা লাইজু বেগম, ভাই মো. ফয়সাল, নানি সেলিনা বেগম, খালা রিমা আক্তার, খালাতো বোন সুমাইয়া আক্তার ও গাড়িচালক মো. রায়হান।

জামাল ভোলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়ায় বসবাস করছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে তিনি পিকআপ ভ্যানে করে মালপত্র নিয়ে সেখানে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া এলাকা অতিক্রমকালে পিকআপটিকে পাশ কাটানোর চেষ্টা করে একটি বাস। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু জাকিয়া নিহত হয়। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত জামাল বলেন, ‘ঢাকায় চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছিলাম। দীর্ঘ চেষ্টার পর চট্টগ্রামে চাকরি হলে আশায় বুক বাঁধি। স্ত্রী-সন্তানসহ নিকটাত্মীয়দের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমার কাছ থেকে হারিয়ে গেছে কলিজার টুকরা মেয়েটি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে নিহত শিশুর লাশ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আহতেরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মরদেহ রয়েছে চমেক হাসপাতাল মর্গে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের