হোম > সারা দেশ > কুমিল্লা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: কুমিল্লায় ১১ দিনে ৩ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় একের পর এক আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনছেন প্রার্থীরা। নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজেরও জবাব দিতে হয়েছে কয়েকজনকে। 

এই তালিকায় আছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রার্থীর কর্মী-সমর্থকেরা পর্যন্ত। প্রতিপক্ষকে আহত করার হুমকি, খিচুড়ি বিতরণ, রঙিন পোস্টার-ব্যানার টানানো ও জোর করে ভোট আদায়ের হুংকার দিয়ে এসব জরিমানা দিয়েছেন তাঁরা। 

নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ পেয়েছেন, কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের। এ ছাড়া মেঘনা মানিকারচর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনকেও শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ থেকে ২১ ডিসেম্বর দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তত ২৩টি ঘটনায় ২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

এর মধ্যে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ব্যানার টানানোয় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে পাঁচ হাজার টাকা, কুমিল্লা-১ আসনে দাউদকান্দিতে তোরণ নির্মাণ করায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুরকে ১০ হাজার টাকা, কুমিল্লা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের দুই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

১৮ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার বিভিন্ন আসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১০ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

সর্বশেষ আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস সবুরের সমর্থক জাহাঙ্গীর আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল