হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৬ দিন পর সেই যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৬ দিন পর চট্টগ্রামে থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাইফুল ইসলাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

এর আগে ৯ সেপ্টেম্বর সাইফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সাইফুলকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছিল। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাঁশখালীর বাহারছড়া এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে আছেন। এ অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ দিন ধরে তিনি চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকার তথ্য প্রকাশ করেছে।  তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা আছে।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা