হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৬ দিন পর সেই যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৬ দিন পর চট্টগ্রামে থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাইফুল ইসলাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

এর আগে ৯ সেপ্টেম্বর সাইফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সাইফুলকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছিল। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাঁশখালীর বাহারছড়া এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে আছেন। এ অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ দিন ধরে তিনি চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকার তথ্য প্রকাশ করেছে।  তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা আছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে