হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৬ দিন পর সেই যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৬ দিন পর চট্টগ্রামে থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রামের বাঁশখালী বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সাইফুল ইসলাম (৩৩) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বলিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

এর আগে ৯ সেপ্টেম্বর সাইফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। পরে থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) নাছিমা আক্তার, আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়। 

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই সাইফুলকে ধরতে পুলিশের একাধিক দল কাজ করছিল। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাঁশখালীর বাহারছড়া এলাকায় তাঁর এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করে আছেন। এ অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ দিন ধরে তিনি চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভাগের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকার তথ্য প্রকাশ করেছে।  তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা আছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন