হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩০ বছর আগে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ৩০ বছর আগে যুবলীগের এক নেতা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিদ ওরফে শহিদকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর সরাইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।

জানা যায়, অভিযুক্ত শহিদ নগরীর আকবর শাহ থানার শহীদ লেইন এলাকার শামসুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে শহিদ সাংবাদিক পরিচয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন। 

এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, ১৯৯২ সালে নগরীর ডবলমুরিং থানায় রুজু করা চাঞ্চল্যকর কাজল হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি শহিদ। তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি এমবিটিভি. নেট এর সহ-সম্পাদক ও দৈনিক রূপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে নিজের পরিচয় দিতেন। চলতি মাসে তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসে থানায়। সেই পরোয়ানামূলে শহিদকে শনাক্ত করে পরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগের হত্যাকাণ্ডের ঘটনায় শহিদ গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকেন তিনি। কয়েক বছর ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করতে শুরু করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৩ জুলাই নগরীর ডবলমুরিং থানার সবুজবাগ মসজিদের সামনে যুবলীগের নেতা জসীম উদ্দিন কাজলকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত গত ২২ মার্চ রায় দেন। রায়ে শহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা