হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়ে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।

সরেজমিনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর ও ইছাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ রয়েছে। গাছ ভেঙে পড়ে মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামের অহিদুর রহমান নামের এক কৃষকের একটি গরু মারা গেছে।

জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান হোসেন বলেন, আজ ভোরে ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া, হাশিমনগর, বানাতলী, আবুতোরাব বাজার ও ইছাখালী এলাকায় সিমেন্ট ও কাঠের অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর বারাইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্ল্যাহ বলেন, ‘কালবৈশাখী ঝড়ে আমাদের প্রায় ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পুরো লাইনে বিদ্যুৎ স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক