হোম > সারা দেশ > ফেনী

ফুলগাজী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র আহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীর খাজুরিয়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. রাজন (১৭) নামে কলেজছাত্র আহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে সীমান্তের ২১৭৭ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আহত কলেজছাত্র উপজেলার আমজাদহাট ইউনিয়নের সীমান্তবর্তী খাজুরিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে। সে পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পূর্ব খাজুরিয়া গ্রামের বাসিন্দা মো. রাজন বাড়ি যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় কার্তুজের সেল এসে রাজনের গায়ে পড়লে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে মোবাইল ফোনের আলো জ্বেলে বাড়ি ফেরার পথে বিএসএফ চোরাকারবারি সন্দেহে গুলি ছুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রাজনের বাবা আবদুস শুক্কুর বলেন, ‘বর্তমানে রাজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে সে শঙ্কামুক্ত।’ 
 
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।’ 

অন্যদিকে খাজুরিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডার ওমর ফারুক বিএসএফের গুলিতে কিশোর আহত হওয়ার বিষয়ে অবগত নয় বলে জানান।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর