হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরিতে পুনর্বহালের দাবিতে ‘করোনা যোদ্ধাদের’ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা মহামারির সময় চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়াসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১১৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরিতে বহাল রাখার দাবিতে আজ মঙ্গলবার সকালে তাঁরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অনেকেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে অংশ নেন। তাঁদের হাতে ছিল প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে লেখা নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড। 

বন্দর হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারি প্রকট আকার ধারণ করলে ২০২০ সালের ২৪ জুন বন্দর হাসপাতালের অধীনে করোনা ইউনিটে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় রোগী না থাকায় কর্তৃপক্ষের কাছে তাঁদের গুরুত্বও কমে আসে। ফলে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন তাঁদের বক্তব্যে বলেন, করোনা মহামারির সময়ে আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে বন্দর পরিবারের সদস্যদের সেবা দিয়ে এসেছি। এখন আমাদের হঠাৎ চাকরিচ্যুত করায় এখন আমাদের বড় বিপদের মুখে পড়েছি। আমাদের দুই বছর তিন মাস চাকরির বয়স হয়েছে। এখন চাকরি চলে গেলে আমরা খাব কী, পরিবারকে খাওয়াব কী? 

কর্মসূচিতে অংশ নেওয়ারা নিজেদের ‘করোনা যোদ্ধা’ দাবি করে হাসপাতালের শূন্যপদগুলোতে তাঁদের স্থায়ী নিয়োগের দাবি জানান। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফের কাছে চাকরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু