চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলের সংরক্ষিত কেওড়া বন থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। পরে সাগর উপকূলে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।
উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কার্যালয়ের বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে বন বিভাগের কর্মীরা বনায়নের কাজ করার সময় পচা দুর্গন্ধ অনুভব করেন। এ সময় তাঁরা কেওড়া বনের ভেতর গাছের শিকড়ের পাশে একটি মৃত ডলফিনকে পড়ে থাকতে দেখেন।
এইচ এম জলিলুর আরও বলেন, মৃত ডলফিনটি সাড়ে ছয় ফুট লম্বা। ওজন দুই মণের বেশি। ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের কর্মীদের সহায়তায় সাগর উপকূলে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।