হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের সব আসামির দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে দীঘিনালায় লাঠি ও ঝাড়ু নিয়ে মিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।

বাবুছড়া কলেজসংলগ্ন এলাকা থেকে লাঠি ও ঝাড়ুমিছিল শুরু হয়। মিছিলটি নোয়াপাড়া চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা সভাপতি মিতালী চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সহসভাপতি মিনু চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেনাকি চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের সঙ্গে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু কোনো সরকার বা প্রশাসন এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করেনি। ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।

খাগড়াছড়ির সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে দীঘিনালায় লাঠি ও ঝাড়ু নিয়ে মিছিল। ছবি: আজকের পত্রিকা

মেনাকি চাকমা বলেন, ‘আমাদের পাহাড়ি নারীদের প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন, ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমাদের স্বাধীনভাবে চলাফেরা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এমন নিপীড়ক দেশ চাই না। আমরা প্রকৃত স্বাধীন দেশ চাই, যেখানে আমরা নিরাপদে চলাফেরা করতে পারব।’

মিতালী চাকমা বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষকদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত সব আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানাই।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার