হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাকিবুল হাসান দক্ষিণ চণ্ডীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় রাকিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও