হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাকিবুল হাসান দক্ষিণ চণ্ডীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় রাকিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির