হোম > সারা দেশ > ফেনী

মায়ের হাতে ভাত খাওয়া আর হলো না আবু বক্করের 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ব্যাডমিন্টন খেলতে বাড়ি থেকে বের হন আবু বক্কর (২৪)। এ সময় তিনি মাকে বলে যান খেলা শেষে বাড়ি ফিরে ভাত খাবেন। আবু বক্কর বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রাম এলাকায় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। 

নিহত আবু বক্কর ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার মো. ফজল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে পিঠাপাশারী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যান আবু বকর। এ সময় বিদ্যুৎ লাইনে সমস্যা হলে তিনি বিদ্যুতের সংযোগ নিতে বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আবু বক্করের বাবা ফজল হক হাসপাতালের মর্গের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আবু বক্কর পাইপ ফিটারমিস্ত্রি ছাড়াও বিদ্যুৎমিস্ত্রির কাজও করত। ওই দিন রাতে সে বাড়ি থেকে খেলতে যাওয়ার আগে তার মাকে বলে এসেছিল, খেলা শেষে বাড়ি গিয়ে ভাত খাবে। আর কোনো দিন মায়ের হাতে ভাত খাওয়া হবে না।’ 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার