হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদের নামাজ থেকে মোবাইল চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদের নামাজ আদায়কালে মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে ও আজ সোমবার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)। 

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে পরে অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। পরে রোববার রাতে চোরাই মোবাইল ফোন কেনা–বেচার সঙ্গে যুক্ত মারুফ হাসান নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মো. ইসমাইল ও মনছুর আলমকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা–বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু