চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ রাজন (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার দক্ষিণ মহাদেবপুর এলাকার মো. শাহ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন রাজন। এ সময় কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর আজকে পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখছেন।’