হোম > সারা দেশ > কক্সবাজার

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্ট মার্টিনে ঘরবাড়ি লন্ডভন্ড

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে

ঘূর্ণিঝড় মোখার প্রভাব এখনো শেষ হয়নি। উপকূলজুড়ে চলছে এর তাণ্ডব। সেন্ট মার্টিন দ্বীপ এলাকা অতিক্রম করার সময় দ্বীপের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরগুলো ঝড়ে ভেঙে গেছে, সেগুলো স্থানীয়দের আবাসস্থল ছিল। তবে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

সর্বশেষ আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, ঝড়টি ১২১ কিলোমিটার গতিবেগে সেন্ট মার্টিন অতিক্রম করেছে। আর ১১৫ কিলোমিটার গতিতে অতিক্রম করেছে টেকনাফ উপকূল। 

স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল বেশি। তবে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস হয়নি। এখনো সাগর উত্তাল রয়েছে এবং বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে এখানকার প্রায় ৮০ শতাংশ আবাস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে অধিদপ্তরে বলেছে, বেলা ২টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করে। সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলজুড়ে বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস থাকবে। 

টেকনাফ উপজেলার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সেখানে একজন নারী ঝড়ের সময় গাছ ভেঙে তার চাপায় নিহত হয়েছেন। এমন তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

তবে টেকনাফ ইউনিয়নের চেয়ারম্যান এ বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করেননি। চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্ট মার্টিনে কোনো হতাহত নেই। সবাই সম্পূর্ণ নিরাপদে আছে। এখন ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। তবে ঝড়ের সময় সাগর উত্তাল অবস্থায় ছিল। কোনো ধরনের জলোচ্ছ্বাস হয়নি।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট মার্টিনে একজন নারী নিহতের খবর জানা গেছে। কিন্তু সেটি আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।’ 

ইউএনও আরও বলেন, ‘টেকনাফেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিপুল পরিমাণ গাছ ঝড়ে কবলে পড়ে ভেঙে ও উপড়ে গেছে। কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যেহেতু ঝোড়ো বাতাস আছে, তাই আমরা সব জায়গায় যেতে পারছি না। ঝড় পুরোপুরি থেমে গেলে বিস্তারিত জানতে পারব।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার