হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগ্রহীত

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ২০২ জনের।

আজ বৃহস্পতিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্মূল্যায়নের এই ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি-২০২৪ সালের ফল প্রকাশ হয়। এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।

পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৩১২ জন। সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৫ জন, যা মোট ফলাফলের ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন, যা মোট ফলাফলের ৭ দশমিক ৫৪ শতাংশ।

ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। আবেদন করেন ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, ‘বোর্ডের নিয়মিত আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের পুনর্নিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল