চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মো. ফরিদ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন আসামির উপস্থিতিতে এ সাজা দেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত মো. ফরিদ (৩৫) পটিয়া উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই এলাকার বাসিন্দা।
ট্রাইব্যুনালের পিপি জিকো বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক সাজা দেন।’
মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৩ জুলাই পটিয়া উপজেলার একটি গ্রামে বাস করা ওই মেয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগে ফরিদকে আসামি করে স্থানীয় থানায় মামলাটি করেন ভুক্তভোগী শিশুর বাবা। আদালতে এ মামলায় মোট আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।