হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ কাজ শুরুর আগে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি জেলায় পুলিশের এপিবিএন হেডকোয়ার্টার স্থাপন করা হবে এবং এপিবিএন ক্যাম্প সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

বুধবার রাতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে তিন পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি, সেনা, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার পাহাড়ে শান্তি স্থাপনের জন্য কাজ করছে। তারই অংশ হিসেবে সবার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটি সার্কিট হাউসে সন্তু লারমার সঙ্গে একান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বৈঠক চলে এক ঘণ্টারও বেশি। তবে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

দ্বিপক্ষীয় এ বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভায় মিলিত হন। এ সভায়ও সন্তু লারমা উপস্থিত ছিলেন। 

এ বৈঠকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, খাগড়াছড়ি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি এমপি দীপংকর তালুকদার, মহিলা এমপি বাসন্তী চাকমা, পুলিশ, র‍্যাব, বিজিবি, এনএসআই প্রধান, মন্ত্রী পরিষদের সচিব, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, তিন চট্টগ্রাম অঞ্চল তিন পার্বত্য অঞ্চলের সেনা, পুলিশ, বিজিবি, র‍্যাব বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল